Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র

লিঙ্ক - প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, পীরগঞ্জ, রংপুর

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন দেশের অনগ্রসর, বঞ্চিত, অসহায়, প্রতিবন্ধী, অটিস্টিক এবং জন্মগতভাবে কিংবা অন্য যেকোন কারণে শারীরিক ও মানসিকভাবে সমস্যাগ্রস্ত জনগোষ্ঠীর কল্যাণ, উন্নয়ন, প্রশিক্ষণ ও ক্ষমতায়নের জন্য বহুমাত্রিক সেবা প্রদান করছে। 

দেশের প্রতিবন্ধী এ জনগোষ্ঠীকে বিনামূল্যে ফিজিওথেরাপি ও অন্যান্য চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্যে ২০০৯-২০১০ অর্থ বছরে দেশের পাঁচটি জেলায় পরীক্ষামূলকভাবে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চালু করা হয়। এসব কেন্দ্রের সাফল্যের ভিত্তিতে ২০১৪-১৫ অর্থ বছর পর্যন্ত দেশের ৬৪টি জেলায় ১০৩টি কেন্দ্র চালু করা হয়। পর্যাক্রমে সকল উপজেলা  প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, অটিজম কর্ণার, টয় লাইব্রেরী কার্যক্রম সম্প্রসারণ করা হবে। ইতোমধ্যে স্থাপিত কেন্দ্রসমূহে এ যাবৎ প্রায় ১ লক্ষ ১০ হাজার প্রতিবন্ধী ব্যক্তিকে বিভিন্ন ধরনের প্রায় ১১ লক্ষ ১৮ হাজার সেবা (Service Transaction) প্রদান করা হয়েছে। এ সব কেন্দ্র থেকে বিনা মূল্যে প্রতিবন্ধী ব্যক্তিদের ২০১৪-১৫ অর্থ বছর পর্যন্ত প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকার সহায়ক উপকরণও সরবরাহ করা হয়। 

সেবা

  • বিনামূল্যে সহায়ক উপকরণ সরবরাহ


সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

সেবা প্রাপ্তির আগ্রহী ব্যাক্তি বা অভিভাবকগণ সরাসরি অফিস চলাকালীন সময় স্বশরীরে হাজির হয়ে প্রয়োজনীয় সেবা পেতে পারেন।

 

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ

সকল সেবা বিনামূল্যে প্রদান করা হয়

যোগাযোগ

উপজেলা: পীরগঞ্জ, জেলা: রংপুর, বিভাগ: রংপুর।

ইমেইল যোগাযোগ/email: usso.pirganj.rangpur@dss.gov.bd

ফেসবুক যোগাযোগ/facebook: www.facebook.com/usso.pirganj.rangpur

টেলিফোন/Phone: 02589977636 

ম্যাপ যোগাযোগ/map: Just click