Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
ভাতার টাকা সুরক্ষায় করণীয়
Details

১। ভাতা/উপবৃত্তির টাকা নিজ নিজ মোবাইল ফোনে নগদ হিসাবে পাওয়া মাত্র দ্রুত উত্তোলন করতে হবে।

২। নিজের মোবাইল ফোনে নগদ হিসাবের পিন নম্বর বিশ্বস্ত লোক ব্যতিত কারো সাথে শেয়ার/বিনিময় করবেন না। পিন নম্বর শেয়ার/বিনিময় করলে অন্য ব্যক্তি আপনার টাকা উত্তোলন করে নিতে পারে।

৩। মোবাইল ফোনে কল করে নগদ হিসাবের পিন নম্বর চাওয়া হলে উক্ত প্রস্তাবে সাড়া দিবেন না।

৪। মোবাইল ফোনে কল করে নগদ হিসাবের ওটিপি (OTP) চাওয়া হলে উক্ত প্রস্তাবে সাড়া দিবেন না।

৫। সম্ভব হলে নগদ হিসাবের পিন নম্বর মাঝে মাঝে পরিবর্তন করে নিন।

৬। ভাতার টাকা মোবাইল ফোনে নগদ হিসাবে জমিয়ে না রেখে নিয়মিত উত্তোলন করতে হবে।

৭। ভাতার টাকা নিকটস্থ, পরিচিত ও বিশ্বস্ত এজেন্ট পয়েন্ট ব্যতীত ক্যাশ আউট না করার জন্য অনুরোধ করা হলো।

৮। যৌক্তিক সময়ের মধ্যে ভাতার টাকা ‘নগদ’ এ না পৌছালে উপজেলা সমাজসেবা কার্যালয়কে অবহিত করতে হবে।

৯। আপনার মোবাইল ফোনে ক্ষুদেবার্তা/এসএমএস নিয়মিত দেখুন এবং অপ্রয়োজনীয় এবং পুরাতন ক্ষুদেবার্তা/এসএমএস হলে ডিলিট করুন। তাহলেই ভাতার ক্ষুদেবার্তা/এসএমএস আপনার মোবাইলে দেখতে পাবেন।

১০। ভাতাভোগীর পিন রিসেট বা নগদ একাউন্ট হালনাগাদ সংক্রান্ত কাজের জন্য ‘নগদ সেবা কেন্দ্র’ ‘জাহিদ টেলিকম’ (কৃষি ব্যাংক সংলগ্ন), পীরগঞ্জ, রংপুর এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





Images
Attachments
Publish Date
15/03/2024
Archieve Date
31/03/2026

Contact

উপজেলা: পীরগঞ্জ, জেলা: রংপুর, বিভাগ: রংপুর।

ইমেইল যোগাযোগ/email: usso.pirganj.rangpur@dss.gov.bd

ফেসবুক যোগাযোগ/facebook: www.facebook.com/usso.pirganj.rangpur

টেলিফোন/Phone: 02589977636 

ম্যাপ যোগাযোগ/map: Just click